এ যেন ভূতের মুখে রাম নাম! নরেন্দ্র মোদী ভগবান রামের ভক্ত এবং শিল্পপতি আম্বানি, আদানির মিত্র বলেই পরিচিত ছিলেন। ভোটের প্রচার শুরুও করেছিলেন উচ্চগ্রামে রামের নাম নিয়ে। অযোধ্যার রামমন্দির ছিল প্রচারের কেন্দ্রে। ভোট পর্বের মাঝখানে এসে হঠাৎই তাঁর মুখে আদানি, আম্বানির নাম! তাও আবার তাঁর অভিযোগ, এই সব শিল্পপতিরা গাড়ি ভর্তি কালো টাকা কংগ্রেসের প্রচারের জন্য রাহুল গান্ধীর কাছে দিয়ে এসেছেন। হঠাৎ হলটা কী? যে মোদী তাঁর তৃতীয় সরকারের কর্মসূচি ঘোষণাই করে দিয়েছিলেন, তাঁর আত্মবিশ্বাস কি কোথাও প্রচণ্ডভাবে টলে গেছে?
Narendra Modi was known to be a devotee of Lord Ram and an ally of industrialist Ambani, Adani. He started his high pitch campaign for votes in Lord Ram's name. Ayodhya's Ram Mandir was at the center of the campaign. Suddenly in the middle of the polling process, after the third phase of polling, he alleged that these industrialists have given truck loads of black money to Rahul Gandhi for Congress campaign. What is the mystery? Modi had announced the program of his third government long ago. Has his confidence been seriously shaken?