ঘুষের দায়ে আমেরিকার আদালতে অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানি Adani Indictment in US court

ঘুষ দিয়ে বরাত পাওয়ার গুরুতর অভিযোগে আমেরকার আদালতে চার্জশিট জমা পড়েছে শিল্পপতি গৌতম আদানি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। কী করেছে তাঁর সংস্থা? আদানির বিচার কি আদৌ হবে আমেরিকার আদালতে? প্রধানমন্ত্রীর প্রধান মিত্রকে রক্ষা করতে সরকার কী করতে পারে? সব প্রশ্নের উত্তর দিচ্ছেন সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা। A charge sheet has been filed in the US court against industrialist Gautam Adani and his associates on serious allegations of bribery. What did his company do? Will Adani be tried in the American court? What can the government do to protect the Prime Minister's prime ally? All questions are answered by journalist Paranjoy Guha Thakurta.