ভারতের পুঁজির বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল হিন্ডেনবার্গ রিসার্চ গ্রুপ। আদানি গোষ্ঠীর সংস্থায় ঘুরপথে বিনিয়োগ রয়েছে নাকি তাঁর পরিবারের। সেবি অস্বীকার করলেও সংসদে বিরোধীরা যুক্ত সংসদীয় কমিটি গড়ে এর তদন্তের দাবি জানাচ্ছেন।পুঁজির বাজারে বিনিয়োগকারী এখন কোটি কোটি সাধারণ মানুষ, সরাসরি কোম্পানির শেয়ার না হলেও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। এমনকি এনপিএস এর মাধ্যমে কেউ না চাইলেও সংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তির পেনশনের টাকা শেয়ার বাজারে খাটছে। এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা নিয়েই যদি প্রশ্ন ওঠে তবে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষা করবে কে?