বাংলায় ভোট, পর্ব 20- বুলেট এবং ব্যালট

যাদের কাজ ভোটারদের অভয় দেওয়া সেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন ভোটার খুন। বিজেপির রাজ্য সভাপতি ওই খুনের ঘটনার উল্লেখ করে ভয় দেখাচ্ছেন ভোটারদের। গণতন্ত্রের এই বীভৎস বিকৃতির পরিণাম ভেবে দেখেছেন কেউ? এই বিষয়ে গত 12 এপ্রিল (সোমবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক শুভাশিস মৈত্র এবং পরঞ্জয় গুহঠাকুরতা উপস্থিত ছিলেন।