মোদীর অতীতের তথ্য অমিল

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সত্যাগ্রহ করে 1971 সালে কারাবরণ করেছিলেন বলে মোদীর দাবি। কী অভিযোগে কতদিন কোন‌ জেলে ছিলেন তিনি? তথ্যের অধিকার আইনে তা জানতে চেয়ে উত্তর মেলেনি। সত্যিটা কী? এই বিষয়ে গত 20জুন (রবিবার) www.4thpillarwethepeople.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা এবং নির্মাল্য মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।