মোদী জমানায় মিডিয়ার কণ্ঠরোধ

মোদী জমানায় মিডিয়াকে করে কম্মে খেতে হলে সরকারের গোদি অর্থাৎ কোলে বসা হতেই হবে! স্বাধীনভাবে কথা বললেই সরকারের বিষ নজর। নিউজক্লিক এবং নিউজলন্ড্রির মতো পোর্টাল কি কাজ‌ই করতে পারবে না? এ কি অঘোষিত জরুরি অবস্থা যে সরকারের সমালোচনা নিষিদ্ধ?