১৯৯২-২০২৫ | যেভাবে অসহিষ্ণুতাই শাসকের ভাষা হয়ে উঠেছে

১৯৯২-এর বাবরি ধ্বংসের পর থেকে ২০২৫, এই তিন দশকে ভারতের রাজনৈতিক কথন অভূতপূর্বভাবে বদলে গেছে। ধর্মীয় মেরুকরণ, নির্বাচনী কৌশল, রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ও গণমাধ্যমের ভাষা মিলেমিশে তৈরি করেছে এক নতুন স্বর—যেখানে অসহিষ্ণুতাই ধীরে ধীরে শাসকের মূল রাজনৈতিক ভাষা হয়ে উঠেছে। এই সময়রেখায় দেখা যায় কীভাবে সামাজিক টানাপোড়েন, সংখ্যাগরিষ্ঠতাবাদী মতাদর্শ, এবং ক্ষমতার কেন্দ্রীকরণ মিলিয়ে ভারতের গণতান্ত্রিক পরিসরকে ক্রমাগত সংকুচিত করেছে।