সরকারের সমালোচনা করলেই সাংবাদিকদের উপর নেমে আসছিল রাষ্ট্রদ্রোহের খাঁড়া। সুপ্রিম কোর্ট এবার বন্ধ করতে উদ্যোগী আইনের এই অপপ্রয়োগ। স্বৈরাচারী শাসকের হাত থেকে গণতন্ত্র কি রক্ষা পাবে? এই বিষয়ে গত 4জুন(শুক্রবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি ও সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা উপস্থিত ছিলেন।