The reign of the bulldozer
must be defeated today
The reign of the bulldozer
must be broken today
I stand with my chest pounding
to stop the bulldozer
Let’s raise our voices together
We are all Indians
this is my identity
Amidst diversity
Harmony will triumph
Hindus, Muslims,
Buddhists, Christians,
Dalits, Adivasis
We are all this country’s children
This country is ours
Some cultivate the fields
Some wield a hammer
Others a pen
All of us build this country with our sweat and our tears
After night comes day, but the darkness doesn’t disappear
The corporate captain is accompanied by the local political guard
They say there will be a Hindu nation, that sacrifices will have to be made
But the bulldozer descends only on the minority
The bulldozers are coming
To evacuate slums
Workers and farmers are killed
Dalits are killed
Minorities are killed by the Bulldozer King
The reign of the bulldozer
must be defeated today
The reign of the bulldozer
must be broken today
বুলডোজারের রাজ ভাঙতে হবে আজ
দাঁড়াবো বুক ঠুকে
বুলডোজার দেবো রুখে
হিম্মৎসে একসাথ উঠাও আওয়াজ।।
আমরা ভারতবাসী এই মোদের পরিচয়
বিবিধের মাঝে দেখো মিলনেরই জয়
হিন্দু ও মুসলিম বৌদ্ধ শিখ খৃষ্টান
দলিত আদিবাসী এই দেশের সন্তান
এই দেশ আমাদেরই
কেউ মাঠে চাষ করি
কেউবা চালাই হাতুড়ী
কেউবা কলম ধরি
শ্রমে-ঘামে দেশ গড়ি।।বুলডোজারের রাজ......।।
রাত কেটে দিন আসে কাটেনা আঁধার
কর্পোরেটরাজ আনে স্বদেশী চৌকিদার(স্বদেশী হিটলার)
হিন্দু রাষ্ট্র হবে তাই বলি দিতে হবে
সংখ্যালঘুর পরে নামবে যে বুলডোজার।
বুলডোজার আসছে
তেড়ে বস্তি উচ্ছেদ করে
শ্রমিক-কৃষক মেরে
দলিতদের হত্যা করে
সংখ্যালঘুদের মেরে-।।
বুলডোজারের রাজ....।।
Credits:
Lyrics - Nitis Ray
Artistes -
Sarit Chakraborty
Anup (Babuni) Majumdar
Nitish Roy
Mehuli Chakraborty
Meera Chaturvedi
Camera - Mithun Pramanik
Video Source - NewsClick
Editing and Post Production - Neha
Produced by
Paranjoy Guha Thakurta
Paschimbanga Ganasanskriti Parishad
কথা সুর - নীতীশ রায়
শিল্পী -
সরিৎ চক্রবর্তী
অনুপ (বাবুনী) মজুমদার
নীতীশ রায়
মেহুলি চক্রবর্তী
মীরা চতুর্বেদী
ক্যামেরা - মিঠুন প্রামানিক
ভিডিও সূত্র - নিউস ক্লিক
সম্পাদনা - নেহা
প্রযোজক
পরঞ্জয় গুহ ঠাকুরতা
পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ