আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ঘরে-বাইরে প্রশ্নের মুখে তৃণমূল। সেই আবহেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছেড়েছেন তিনি। শুধু তৃণমূলের সাংসদ পদই নয় রাজনীতি থেকে সরে আসার ঘোষণাও করেছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ। বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতার সঙ্গে মুখোমুখি আলোচনায় উঠে আসবে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের শাসনকালের বিভিন্ন চ্যালেঞ্জ, বিরোধীদের ভূমিকা, এবং ভবিষ্যতে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বাংলার রাজনীতির ভবিষ্যত কী ? জানতে দেখুন বাংলা যা ভাবছে -ep-122| কেবলমাত্র ইনস্ক্রিপ্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে
In light of the recent incident of rape and murder of a young female doctor at R.G. Kar Hospital, the Trinamool Congress (TMC) is facing intense scrutiny both within the party and from the public. Amidst this backdrop, Jawhar Sircar has resigned from his position as a Member of Parliament in the Rajya Sabha. He has submitted his resignation to Mamata Banerjee, stepping down not only from his MP role but also announcing his departure from politics altogether. In an exclusive discussion with eminent journalist Paranjoy Guha Thakurta, key issues such as the current political situation in the state, the various challenges faced during the Trinamool Congress's rule, the role of the opposition, and significant topics that could impact future election results will be explored. What does the future hold for Bengal's politics? To find out, watch "Bangla Ja Bhabchhe - Episode 122" exclusively on Insrcript.me ’s Facebook and YouTube channels